Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামো

সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড), কানুনগো ও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস (তহসিল) কর্মকর্তা-কর্মচারীর পদবী এবং কাজ সম্পর্কে ধারণা থাকলে আপনার কাজে সুবিধা হবে।

পরিচিতি ও কার্যক্রম

কর্মকর্তা/ কর্মচারীর অবস্থান রুম নং

সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড):

বিসিএস (প্রশাসন) ক্যাডার ৯ম গ্রেড কর্মকর্তা। তার পুরো পদবী হলো সহকারী কমিশনার (ভূমি) বা Assistant Commissioner (Land);

১. তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি নিশ্চিত করে থাকেন;

২. খাসজমি ও অর্পিত সম্পত্তি পরিদর্শন ও ব্যবস্থাপনা;

৩. ভূমি সংক্রান্ত করণিক ত্রুটি ও নামজারী অনুমোদনসহ অধিকাংশ সমস্যা সমাধানের এখতিয়ার এসি (ল্যান্ড) এর রয়েছে;

৪. তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকেন;

৫. তিনি উপজেলা নির্বাহী অফিসার, এডিসি (রেভিনিউ) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন;

১০১

কানুনগো:

একজন ১০ম গ্রেড কর্মকর্তা। এই পদবীটি সুপ্রাচীন। ফারসি ভাষায় কানুনগো শব্দের অর্থ যিনি আইন বিষয়ে অভিজ্ঞ বা দক্ষ।

১৮/০৪/১৯৯০ ইং তারিখের ভূ: ম: বো: ৪/১প-২৩/৯০/২৩৫(১০৬৪) নং স্মারকের পরিপত্রের নির্দেশনা মতে মাঠ পর্যায়ের ভূমি অফিস সমূহ পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি)কে রিপোর্ট করবেন এবং সহকারী কমিশনার (ভূমি)কে ভূমি ব্যবস্থাপনার সকল বিষয়ে ‍আইনগত পরামর্শ দিয়ে সহায়তা করেন;

১০৫

সার্ভেয়ার:

একজন ১৪তম গ্রেড কর্মচারী। সার্ভেয়ার জমি-জমার পরিমাপ, নকশা প্রস্তুত ইত্যাদি কাজে অভিজ্ঞ হয়ে থাকেন।

কোন জমি নিয়ে সমস্যা দেখা দিলে সহকারী কমিশনার (ভূমি) তাকে সরেজমিন তদন্ত করে কানুনগোর মাধ্যমে প্রতিবেদন দাখিলের জন্য বলে থাকেন এবং তিনি ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-২ (মাঠ প্রশাসন) এর ২৫ মে ২০১৭ তারিখের ৩১.০০.০০০.০৪৬.৬৮.০৩৯.১২.৪৪৮ নং স্মারকের অফিস আদেশ প্রতিফলন করবেন;

১০৩

নামজারি সহকারী:

একজন ১৬তম গ্রেড কর্মচারী। তিনি মূলতঃ সহকারী কমিশনার (ভূমি) অফিসের মিউটেশন কেস নথি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। অনেক সময় তিনি মিস কেসের (নামজারী রিভিউ) নথিও সহকারী কমিশনার (ভূমি) এর নিকট উপস্থাপন করে থাকেন;

১০২

নাজির:

একজন ১৬তম গ্রেড কর্মচারী। তিনি সহকারী কমিশনার (ভূমি) অফিসের রেকর্ড রুমের দায়িত্বে থাকেন। নামজারি কেস মঞ্জুরের পর তিনিই মিউটেশন পর্চা ও ডিসিআর সরবরাহ করে থাকে। রেকর্ড সংশোধনের দায়িত্বও তার। সহকারী কমিশনার (ভূমি) অফিসের রেকর্ড বইসমূহ তার তত্ত্বাবধায়নে থাকে;

১০৪

প্রসেস সার্ভার বা জারীকারক:

একজন ১৭তম গ্রেড কর্মচারী। তিনি মিউটেশন কেস, মিস কেস বা অন্য যে কোন নোটিশ ও চিঠিপত্র জারী করে থাকেন;

-

চেইনম্যান:

একজন ২০তম গ্রেড কর্মচারী। তিনি সাধারণত জমি মাপার কাজে সার্ভেয়ারকে সহায়তা করে থাকেন;

-

অফিস সহায়ক:

একজন ২০তম গ্রেড কর্মচারী। তিনি অফিসের সকল ডেস্ক রক্ষনাবেক্ষন, কর্মকর্তা-কর্মচারী ও অফিস আগত অতিথিদের আপ্যায়ন এবং নথিপত্র গুছিয়ে রাখার কাজ করে থাকেন।

-

 

ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিসের পরিচয়:

ইউনিয়ন ভূমি অফিস সমূহ উপজেলা ভূমি অফিসের অধীনস্থ মাঠ পর্যায়ের অফিস। ঢাকা ও অন্যান্য মহানগর এলাকায় এর নাম ভূমি অফিস। প্রাচীন কালে এগুলো তহসিল অফিস নামেও পরিচিত। অবশ্য সকল ইউনিয়নে এই ভূমি অফিস নেই। এক/একাধিক ইউনিয়ন নিয়েও ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, আবার পৌরসভা এলাকার ভূমি অফিস পৌর ভূমি অফিস নামে পরিচিত। ভূমি অফিসের প্রধানকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (মহানগর এলাকায় ভূমি সহকারী কর্মকর্তা) বলে।

পরিচিতি ও কার্যক্রম

কর্মকর্তা/ কর্মচারীর অবস্থান রুম নং

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার:

একজন ১১তম গ্রেড কর্মকর্তা। তিনি মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। নামজারি বা মিউটেশনের প্রস্তাব প্রেরণ, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি/খাস/অর্পিত/ পরিত্যক্ত ও অন্যান্য ভূমির তত্ত্বাবধায়ন, ভূমি সংক্রান্ত তদন্ত, তহসিল অফিসের রেকর্ড, রেজিস্টারের ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব তার। স্থানীয় পর্যায়ের জমি-জমা সম্পর্কে তার ভাল জানাশোনা থাকায় ভূমি সংক্রান্ত যে কোন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তার সহায়তা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা:

একজন ১২তম গ্রেড কর্মকর্তা। তার কাজ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অনুরূপ। তবে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিয়ন্ত্রণে থেকে তার কাজে সহায়তা করে থাকেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস

অফিস সহায়ক:

একজন ২০তম গ্রেড কর্মচারী। তিনি অফিসের সকল ডেস্ক রক্ষনাবেক্ষন, কর্মকর্তা-কর্মচারী ও অফিসে আগত আতিথিদের আপ্যায়ন, নথিপত্র গুছিয়ে রাখা, ভূমি উন্নয়ন কর আদায়ের নোটিশ ও চিঠিপত্র জারি করে থাকেন।

-