আউটশাহী মঠ
টংগীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে মঠটির অবস্থান। গ্রামটি খুব বিখ্যাত এবং বিক্রমপুরের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানে শতবর্ষ পুরনো বিদ্যালয় আছে। ঊনবিংশ শতক থেকেই এ গ্রামের নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। এটি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার অন্তর্গত। এখানকার একাধিক প্রত্নকীর্তির মধ্যে আউটশাহী মঠ অন্যতম। অনেক দূর থেকেই মঠটির প্রতি দৃষ্টি আটকে গিয়েছিল। কাছে গিয়ে বুঝলাম, যা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর স্থাপত্যকর্ম এটি। মুন্সীগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন (মোঃ আবু মুসা ২০০০, পৃ. ১৭) অনুযায়ী এটি শিখর ধরনের মন্দির। আট কোণাকার এ মঠটি দক্ষিণমুখী। এর দেয়ালের পুরুত্ব ১/১০ মিটার। এর প্রতি পাশ বাইরের দিক দিয়ে ২.৫৫ মিটার। আট কোণাকার এ ইমারতটি ৩.৬০ মিটার উচ্চতা থেকে ক্রমেই সরু হয়ে ১৯ মিটার উঁচুতে উঠে শীর্ষভাগে গিয়ে পিরামিডের মতো মিলেছে। এর চারপাশেই খিলান আকৃতির নকশা। শীর্ষভাগে রয়েছে লৌহশলাকা খচিত একটি পাত্র। একমাত্র প্রবেশপথটি খাঁজকাটা নকশায় শোভিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস